প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুর রাজ্জাক
সম্পাদক পরিচিতি: কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক এবং চিত্রশিল্পী- আব্দুর রাজ্জাক, তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার পোস্টঃ ফতেপুর বাজারের নিকটবর্তী মধ্য-চাঁদপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব জীবন কাটে মাতাজীহাট ফুফুর বাসায়। তিনি রাইগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি, আড়ানগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার একক প্রথম উপন্যাস-'বাবা' এবং তার একক প্রথম শিশুতোষ গল্পের বই 'করবো মোরা বিশ্বজয়' (প্রকাশ ২০২০ অমর একুশে বইমেলা) তার প্রথম প্রকাশিত কবিতা- 'টোকাই' এবং একই দিনে ভোরের মেঘ পত্রিকায় প্রকাশিত গল্প- 'এতিম'। তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থের মধ্যে-প্রথম যৌথ কাব্যগ্রন্থ- 'কোনখানে রাখিব প্রণাম', তার প্রথম যৌথ গল্পগ্রন্থ- 'নির্বাচিত গল্পসংগ্রহ'। তার সম্পাদিত প্রথম কাব্য সংকলন 'যদি মনে পড়ে', দেশ-বিদেশের জাতীয় পত্রিকা থেকে শুরু করে সকল পত্রিকায় তাঁর লেখা ছড়া, কবিতা, ছোটগল্প, প্রতিনিয়ত প্রকাশ হয়ে থাকে।