প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ফাহিম শাহরিয়ার সোহান
জন্ম ১৬ সেপ্টেম্বর, ২০০১ সাল। বাবা মোঃ সাহেব আলী। মা মোছাঃ রেহেনা পারভীন। শিক্ষা জীবনের শুরু "এইচ কে বিদ্যানিকেতন" নামক একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে। সেখানে ৫ম শ্রেণি পর্যন্ত পড়েন। ৫ম শ্রেণিতে A+ পেয়ে উত্তীর্ণ হয়ে "দুবলিয়া উচ্চ বিদ্যালয়ে" ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হই। সেখানে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ে। ৮ম শ্রেণিতে A+ পাওয়ার পাশাপাশি সরকারি বৃত্তিও পাই। দশম শ্রেণিতে A+ পেয়ে উত্তীর্ণ হই। এরপর "সরকারি এডওয়ার্ড কলেজে" উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। সেখান থেকেও ইন্টারে A+ পেয়ে উত্তীর্ণ হই। এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় কোথাও এডমিশন দেওয়ার সুযোগ হয় না। তাই " সরকারি এডওয়ার্ড কলেজে"-এই কেমিস্ট্রি নিয়ে অনার্সে ভর্তি হই। অসুস্থতা নিয়েই অনার্স ২য় বর্ষ পর্যন্ত পড়ার সুযোগ হয়। এরপর থেকে লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। বইটি লেখকের বাস্তবজীবনের প্রথম লেখা ট্রাজেডি ছোট উপন্যাস। বইটির বিক্রির সম্পূর্ণ প্রাপ্ত অর্থ লেখকের চিকিৎসা খরচ বহন করে। তাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।