প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ খায়রুল কাদির
সেনাবাহিনীতে চাকরি ও সেনাসংস্কৃতিতে বেড়ে ওঠা ও জীবন কাটানো মোহাম্মদ খায়রুল কাদির সামরিক পেশার পাশাপাশি একজন পেশাদার পুরকৌশলী ও টপোগ্রাফিক সার্ভেয়ার। পিতা: খুলনা জেলার ভদ্রা নদীর কোল ঘেষে ডুমুরিয়া উপজেলার রূদাঘরা গ্রামের সম্ভ্রান্ত কাজী বংশের প্রাক্তন ইউনিয়ন প্রেসিডেন্ট (চেয়ারম্যান) শহীদ আহমেদ আলী কাগজীর পুত্র মরহুম কাগজী আব্দুল হালিম, প্রাক্তন সুপারইনটেন্টডেন্ট, পি.টি.আই এবং বৃহত্তর যশোহর-খুলনার খ্যাতিমান শিক্ষক। মাতা: যশোহর শহরের খড়কী গ্রামের পীরবাড়ি বা শাহ বংশ-পরিবারের পীর ফকির শাহ আবুল খায়ের এর কন্যা, প্রাক্তন শিক্ষিকা মরহুমা হাসিনা খাতুন, শ্রেষ্ঠ শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিবাহিত, এক ছেলে ও এক মেয়ের বাবা, সুন্দর পারিবারিক জীবন কাটান। সহধর্মিণী- খুলনার জনপ্রিয় সমাজসেবক প্রাক্তন ব্যাংকার মরহুম সৈয়দ গওস রেজা (খোকা ভাই) এবং খুলনা পাইওনিয়ার মহিলা কলেজের জনপ্রিয় বাংলার অধ্যাপিকা মরহুমা মমতাজ বেগম (মুক্তা আপা) এর কন্যা বিদুষী, সাংসারিক সাহানা মমতাজ। মোহাম্মদ খায়রুল কাদিরের জন্ম ও শিশুকাল কাটে খুলনা শহরে । তিনি খুলনা পি.টি.আই প্রাইমারি স্কুল, খুলনা সেইন্ট যোশেফ হাই স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জার্মানির স্টুটগার্ট কারিগরি বিশ্ববিদ্যালয় এ পড়ালেখা করেছেন।