Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jannatul Fardoshi books

followers

জান্নাতুল ফেরদৌসী

জন্ম: জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি (৫ মাঘ ১৩৮৮), যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। এখানেই তার তিন বছর অতিবাহিত হয়। বাবা- মো. গোলাম কুদ্দুস (বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তা ছিলেন), মা- রেবেকা সুলতানা (সহকারী শিক্ষক-জিপিএস)। বাবা প্রশাসনে কর্মরত থাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করতে হতো। ব্যক্তিগত জীবন: তিন ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। একমাত্র ভাই মো. মুসফিকুর রহমান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বোন নূসরাত জাহান ঊর্মি গ্রাফিক্স ডিজাইনার। বৈবাহিক জীবনে তিনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সিভিল কর্মকর্তার অর্ধাঙ্গিনী এবং এক পুত্র সন্তানের জননী। শিক্ষা: তিনি মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। অনার্সমাস্টার্স (বাংলা, বয়রা মহিলা কলেজ এবং বিএল কলেজ, খুলনা)। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএড, এমএড ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই শিক্ষকতা পেশা এবং বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখতেন। ২০০৯ সালের ৩ মে শিক্ষকতা পেশায় যুক্ত হন। শখ: বই লেখা, ভ্রমণ করা এবং ভিন্নধর্মী নতুন কিছু উপস্থাপন করা কবির প্রিয় শখ। সাহিত্যচর্চা: নিরিবিলি, চুপচাপ স্বভাবের কবি এবং লেখক সবসময় জীবনের বাস্তবতার নিরিখে জটিল সত্যতাকে কলমের কালিতে প্রকাশ করতে পছন্দ করেন। কলেজ জীবন থেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। ২০০১ সালে তার প্রথম দুটো যৌথ কাব্যগ্রন্থ ‘বনফুলের সন্ধানে’ এবং ‘নতুন তারার মিছিলে’-প্রকাশিত হয়। এছাড়াও অসংখ্য যৌথ গ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত একক দুইটি। ০১) বুনট (প্রবন্ধ), ০২) ছায়ামানব (গল্প)। 'আমিত্ব' কিশোর কবিতা গ্রন্থটি তার তৃতীয় একক গ্রন্থ। এ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

জান্নাতুল ফেরদৌসী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed