প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রমা চক্রবর্তী
রমা চক্রবর্তীর জন্ম ১৯১৩ সালে, ভাগলপুরে এক বনেদি পরিবারে। তাঁর এই স্মৃতিচিত্রণের কেন্দ্ৰপুরুষ রবীন্দ্রনাথ, যাঁর কাছে সংগীতশিক্ষার বিরল অভিজ্ঞতা তাঁর হয়েছিল। কেবল শান্তিনিকেতনে নয়, পরিবারের পরিসরে ও নানা স্থানে শিল্প সংগীত সাহিত্য চলচ্চিত্র ও সংস্কৃতিজগতের যে-অসংখ্য বিচিত্র ব্যক্তিত্বের সান্নিধ্যে তিনি এসেছেন, তাদের অন্তরঙ্গ জীবনের বহু সজীব ও অপ্রকাশিত ঘটনাবলি এই গ্রন্থে এক স্বাদু আন্তরিক ভাষায় বর্ণনা করেছেন। একই সঙ্গে গ্রন্থিত হয়েছে বহু চিঠিপত্র, কবি-লেখকদের দুর্লভ রচনা এবং অসংখ্য দুষ্প্রাপ্য আলােকচিত্র। এই স্মৃতিচিত্রণ এক বিস্তীর্ণ সময়ের অসামান্য দলিল। পটনায় রবীন্দ্রপরিষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন উদ্যোগী। কলকাতার সুরঙ্গমায় তিনি দীর্ঘকাল ছিলেন সংগীত শিক্ষা-অধিকত্রী। তাঁর প্রকাশিত গ্রন্থ ভরা থাক স্মৃতিসুধায়।