Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Raju Alim books

follower

রাজু আলীম

রাজু আলীম, জন্ম : ৫ মার্চ ১৯৬৮, শরীয়তপুর । শিক্ষা : মানবিক শাখা, বাংলাভাষা ও সাহিত্য। তিনি সাংবাদিকতা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন। কর্মজীবন শুরু সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনােয়ার হােসেনের হাত ধরে এবং পরবর্তীতে সম্পাদকীয় সহকারী হিসেবে দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। কর্মরত। প্রকাশিত গ্রন্থ : সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, আকাশ জলের প্রেমিক, আহ! প্রজাপতি, ভালােবাসার নীল ময়ুরী, মুক্তিযুদ্ধ ও ভালােবাসার চিত্রনাট্য, দশটি প্রেমের নাটক, নির্বাচিত দুঃখ কষ্ট এবং হৃদয়ে বঙ্গবন্ধু। নাটক ও নির্দেশনা : কীর্তিনাশা পরী, বিশেষ মানুষ, প্রজাপতির সুখ দুঃখ, রােদ বৃষ্টির কবিতা, ভালােবাসার ঘ্রাণ, নিউজম্যান ও মাছরাঙা মেয়ে, রূপার জন্য ভালােবাসা, সম্রাটের ছবি। তাঁর উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠানের মধ্যে চ্যানেল আই’তে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত বঙ্গবন্ধুর আত্মকথনঅন্যতম। উল্লেখ্য, বঙ্গবন্ধুর আত্মকথন ও মুক্তিযুদ্ধ প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। চ্যানেল আই ছাড়া বিটিভিতে প্রচারিত হয়েছে। তিনি সুনীল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিউসার অব দ্য ইয়ার পুরস্কার, গাংচিল সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।

রাজু আলীম এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed