প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তুষার কবির
জন্ম : ২ ফেব্রুয়ারি ১৯৭৬ শিক্ষা : এম.বি.এ. (মেজর ইন মার্কেটিং)। সম্মানসহ স্নাতকোত্তর (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ঢাকা বিশ্ববিদ্যালয়। কাব্যগ্রন্থ : বাগদেবী আমার দরজায় (২০০৬) মেঘের পিয়ানাে (২০০৭) ছাপচিত্রে প্রজাপতি (২০০৮) যােগিনীর ডেরা (২০০৯) উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি (২০১০) কুহক বেহালা (২০১২) রক্তকোরকের ওম (২০১৪) তুষার কবির-এর প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক বাংলাবাজার পত্রিকায়। তারপর থেকে প্রতিটি প্রধান দৈনিকে ও ছােটকাগজে তিনি সমানভাবে সক্রিয়। তুষার কবির ইতােমধ্যে নিজেকে জানান দিয়েছেন প্রথম দশকের অনিবার্য কণ্ঠস্বর হিশেবে। তার কবিতা অভিনব চিত্রকল্পে ঋদ্ধ যা খুলে দেয় একটার পর একটা ইন্দ্রিয়সমূহের দরজা।