Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Jamal Badawi books

followers

প্রফেসর ডক্টর জামাল বাদাভী

ড. জামাল বাদাভি হলেন একজন মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান স্কলার। তিনি মিশরের কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যয় করেন। তারপর আমেরিকায় পাড়ি জমান এবং ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।১৯৭০ সাল থেকে তিনি হ্যালিফ্যাক্স রিজিওনাল মিউনিসিপ্যালিটির মুসলিম কমিউনিটি মসজিদে অবৈতনিক ইমাম হিসেবে নিয়োজিত আছেন। তিনি দীর্ঘদিন একজন নোভা স্কটিয়া, হ্যালিফ্যাক্সের সোবি স্কুল অফ বিজনেস, সেন্ট মেরিস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ধর্মীয় অধ্যয়ন ও ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন। জামাল বাদাভি লেখক, সক্রিয় কর্মী, প্রচারক এবং ইসলামি বক্তা হিসেবেও সুপরিচতি। উত্তর আমেরিকায় বক্তৃতা, আলোচনা এবং আন্তঃধর্ম সংলাপে সক্রিয়ভাবে অংশ নেন। সারা বিশ্বে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়। উপরন্তু, তিনি ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা (আইএসএনএ) সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠনেরও সক্রিয়। তিনি কানাডার অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক ইনফরমেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যা ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য কাজ করে। মিডল ইস্ট আই-এর মতে, বাদাভি হলেন আমেরিকায় ইসলামি জ্ঞানের সর্বাধিক যোগ্য সঞ্চালক।

প্রফেসর ডক্টর জামাল বাদাভী এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed