clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Momin Rahman books

follower

মোমিন রহমান

মােমিন রহমানের জন্য ১০ অক্টোবর, পুরােনাে ঢাকার দক্ষিণ মৈশন্ডিতে। পিতা প্রয়াত আবদুল সালেক। মাতা প্রয়াত রওশন আরা বেগম । অন্দ-বেদনা, সংগ্রাম ও সাফল্যে। পাশে ছিলেন তিনি। অনার্সসহ অর্থনীতিতে স্নাতকোত্তর। টিউশনি দিয়ে কর্মবিনের রু। বর্তমানে পাক্ষিক অন্যদিনএর সহকারী সম্পাদক। চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছেন গত শতকের নব্বই দশক থেকে। প্রকাশিত লেখার সংখ্যা পাঁচ শতাধিক। বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাধর্মী লেখাও রয়েছে তার। এর মধ্যে। সবিশেষ উল্লেখযােগ্য হলাে-শতবর্ষের বাংলা চলচ্চিত্র (১৩০১-১৪০০)-কে ঘিরে একটি দীর্ঘ প্রবন্ধ। এটি ঠাই পেয়েছে করুণাময় গােস্বামী সম্পাদিত 'বাংলা সংস্কৃতির শতবর্ষ' গ্রন্থে। নানা সময়ে এদেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদ। আয়ােজিত চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৮৯-১৯৯০ সালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের বিষয় ছিল: চলচ্চিত্র (চিত্রনাট্য ও পরিচালনা)। কৌশল ও চূড়ান্ত অনুশীলন “স্মৃতি '৭১” নির্মাণ। প্রকাশিত গ্রন্থ ‘শব্দের সিঁড়ি ভাঙছি’ (২০০০, কাব্যগ্রন্থ), মুমু অথবা মম’র গল্প' (২০১০, গল্পগ্রন্থ), 'নয় নক্ষত্র’ (২০১১, সাক্ষাৎকার সংকলন), রবীন্দ্রনাথ : চলচ্চিত্র' (২০১২, গবেষণা), হুমায়ুন আহমেদের চলচ্চিত্র (২০১৩, চলচ্চিত্র), ‘এই হিমু! এই' (২০১৫, গবেষণা), কথােপকথন (২০১৬, সাক্ষাঙ্কার সংকলন), সেরা গল্প ও কবিতা ১-৬' (২০১২২০১৭, সম্পাদনা [যৌথ])।

মোমিন রহমান এর বই সমূহ

(Showing 1 to 17 of 17 items)

Recently Viewed