clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Amin books

followers

মোহাম্মদ আমীন

১৯৬৪ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সৈয়দ মােহাম্মদ পাড়া গ্রামে লেখকের জন্ম। পিতা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ পীরে কামেল ও ইসলামী সংস্কৃতির বিশিষ্ট পুরােধা হযরতুল আল্লামা মৌলানা নুরুল ইসলাম। পিতামহ প্রখ্যাত আধ্যাত্মিক সাধক পীরে কামেল হযরতুল আল্লামা মৌলানা গােলাম শরীফ। যিনি বড় হুজুর নামে সমধিক পরিচিত। বাড়ির পাশে দক্ষিণ গাছবাডিয়া প্রাথমিক বিদ্যালয়ে হাতেখড়ি। তারপর গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গাছবাড়িয়া সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সমাপ্ত করে সরকারি চাকুরিতে প্রবেশ । পিতা ও পিতামহ উভয়ে ইসলামী ভাবধারার সাহিত্যকর্মে জড়িত ছিলেন। উভয়ে ছিলেন নির্ভেজাল ধার্মিক কিন্তু পরম উদার ও পরমত সহিষ্ণু এবং সকল গোঁড়ামির উর্ধ্বে। কোন গোঁড়ামি কিংবা কুসংস্কার তাদের স্পর্শ করতে পারেনি। জনাব আমীন ছােটবেলা হতে লেখালেখির সাথে জড়িত। মােহাম্মদ আমীনের প্রকাশিত গ্রন্থের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন, আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলা সাহিত্যের অ আ ক খ, রাষ্ট্রভাষা আন্দোলনের কথা, বন মামলা দায়ের ও পরিচালনার কৌশল, ম্যাজিস্ট্রেসি ও আদেশনামা, জামিন তত্ত্ব ও রায়, তিলােত্তমা হাতিয়া: ইতিহাস ও ঐতিহ্য, চকরিয়ার ইতিহাস, ভেদরগঞ্জের ইতিহাস, বাংলা বানান ও শব্দ চয়ন, ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধ, মানুষই সেরা, মামলা ও আইনি হয়রানি হতে নিষ্কৃতির উপায়, বরণার্ঘ্য, তুচ্ছ হলেও উচ্চ, সহজ বাংলা উচ্চারণ, অভয়নগরের ইতিহাস, রাজকীয় জীবন কুক্কুরীয় মরণ, হাসতে হাসতে বাংলা শেখা, টাকা ছােট পয়সা বড়, রমণীয় পাঁচালী, এক নজরে বাংলা সাহিত্য ও ভাষা আন্দোলন, ছােটদের আন্তর্জাতিক দিবস, নন্দিত কান্না নিন্দিত হাসি, জল দুনিয়ার মানুষ, চৌহদ্দি, গদাই বাবুর তীর্থযাত্রা, নিমকহারাম রাজকুমারী, খরগােশ ও কচ্ছপ, অভয়নগর প্রােফাইল এবং উল্টোদেশের সােজা শসা ইত্যাদি উল্লেখযােগ্য।

মোহাম্মদ আমীন এর বই সমূহ

(Showing 1 to 18 of 18 items)

Recently Viewed