প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অধ্যাপিকা তাহমিনা জামান
অধ্যাপিকা তাহমিনা জামান মার্কিন যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে ইন্সট্রাকশন্যাল ডিজাইন, ডেভেলপমেন্ট এ্যান্ড ইভালুকেশন (IDDE) বিষয়ে এম. এসসি ডিগ্রি লাভ করেন। অধ্যাপিকা জামান বর্তমানে দেশে বিদেশে কনসালটেন্সীর কাজে নিয়ােজিত রয়েছেন। তিনি দীর্ঘদিন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং একই মহাবিদ্যালয়ে ইউ.এন.ডি. পি’র পক্ষ থেকে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তাহমিনা জামান বস্ত্র ও পরিচ্ছদ, ‘গৃহ পরিচালনা এবং পােষাক পরিচ্ছদ ও শিল্পনীতি’ শীর্ষক তিনটি পাঠ্যবই-এর রচয়িতা। গ্রন্থ তিনটির একাধিক সংস্করণ বাংলা একাডেমী প্রকাশ করেছে। উল্লেখ্য যে , ‘গৃহ ও গৃহ পরিচালনা’ বইটি বাংলাদেশে বাংলা ভাষায় রচিত গার্হস্থ্য অর্থনীতির প্রথম পাঠ্যবই। পাঠ্যবই ছাড়াও অধ্যাপিকা জামান একজন প্রবন্ধকার, গল্পকার এবং সমাজসেবিকা। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের নাম-ঠিকানা সম্বলিত যােগাযােগ ডিরেক্টরীর সম্পাদিকা ছিলেন। তাহমিনা জামানের অন্য দুটি প্রকাশিত বই খসরুজ্জামান চৌধুরীর সংগে যৌথ ভাবে সম্পাদনায় প্রবাসের গল্প’ এবং নিঃসঙ্গ জনতার ও অন্যান্য প্রকাশের পথে রয়েছে খসরুজ্জামানের সাথে লেখা ‘অভিবাসের গল্প। তার বিভিন্ন লেখা দেশের ও বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ঢাকা বেতার, টেলিভিশন এবং ভয়েস অব আমেরিকার অনুষ্ঠানসমূহে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে তার। অংশগ্রহনের অবদান রয়েছে। অধ্যাপিকা তাহমিনা জামান বর্তমানে বছরের অধিকাংশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাজ্য লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজ শহরে বসবাস করেন। তার স্বামী ড. খসরুজ্জামান চৌধুরী লুইজিয়ানায় অর্থনীতির অধ্যাপক। তাদের এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে কর্মরত।