Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shreejat books

followers

শ্রীজাত

বাংলা ভাষার আধুনিক যুগের কবিদের মধ্যে শ্রীজাত অন্যতম। সম্পূর্ণ নাম "শ্রীজাত বন্দ্যোপাধ্যায়"। জন্ম ২১ ডিসেম্বর, ১৯৭৫। জন্মস্থান কলকাতা। শ্রীজাত আনন্দ পুরস্কারে (২০০৪) ভূষিত হয়েছেন তাঁর উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য। তাকে বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি নোবেল মনোনয়ন প্রত্যাশী হিসেবে গন্য করা হয়।বাংলা কবিতায় অতিজাগতিক মাত্রা সন্নিবেশ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। তিনি বর্তমানে ফেসবুকেও সক্রিয় আছেন। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তিনি বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীর সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেছেন এবং ফেসবুকেও তিনি প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন। শ্রীজাত-এর উল্লেখ্য কাজের মধ্যে উড়ন্ত সব জোকার বিশেষভাবে উল্লেখ্য। এছাড়াও আছে ছোটদের চিড়িয়াখানা (২০০৫), বর্ষামঙ্গল (২০০৬), অকালবৈশাখী (২০০৭), বোম্বে টু গোয়া (২০০৭), কর্কটক্রান্তির দেশ (২০১৪), ইত্যাদি।২০০৪ সালে উড়ন্ত সব জোকার বইয়ের জন্য আনন্দ পুরস্কার।

শ্রীজাত এর বই সমূহ

(Showing 1 to 28 of 28 items)

Recently Viewed