clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Muhammad Abdul Jalil books

followers

মুহম্মদ আবদুল জলিল

জন্ম ১৯৪৮ সালের ৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত হলদিঘর গ্রামে। পিতা- আহমদ আলী; মাতা- জেলেমুন নেসা। শিক্ষা: মাধ্যমিক-১৯৬৩; উচ্চ মাধ্যমিক-১৯৬৫; বি.এ. অনার্স (বাংলা), রাজশাহী বিশ্ববিদ্যালয়-১৯৬৮; এম.এ. (বাংলা ভাষা ও সাহিত্য), রাজশাহী বিশ্ববিদ্যালয়-১৯৬৯; পিএইচ.ডি. কলকাতা বিশ্ববিদ্যালয়-১৯৮৬। পেশাগত জীবনে প্রথমত জাতির মননের প্রতীক বাংলা একাডেমিতে অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে তিনটি বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। যার মধ্যে ফোকলাের বিভাগের ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। মূলত প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল একজন সৎ-গবেষক। পাশাপাশি তিনি অধ্যাপক, নৃবিজ্ঞানী, ফোকলােরবিদ, ঔপন্যাসিক ও গল্পকার। মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে শুরু করে আজ অব্দি আদিবাসী, বাউল এবং ফোকলাের বিষয়ক ক্ষেত্র তার বিচরণভূমি। তাঁর নিরলস পরিশ্রমের ফসল ৩৩টি গবেষণাগ্রন্থ এবং সৃজনশীল মননের বহিঃপ্রকাশ ৩টি উপন্যাস। তন্মধ্যে কিছু গ্রন্থনাম উল্লেখ্য : গবেষণামূলক : মধ্যযুগের বাংলা সাহিত্যে হিন্দু-মুসলিম সম্পর্ক, মধ্যযুগের বাংলা সাহিত্যে বাংলা ও বাঙালি সমাজ, শাহ গরীবুল্লাহ ও জঙ্গনামা, বাংলাদেশে বঙ্কিম চর্চা, বঙ্গে মগ-ফিরিঙ্গি ও বর্গীর অত্যাচার, বাংলা বিভাগের পঞ্চাশ বছরের ইতিহাস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), শাহজাদপুরের ইতিহাস, বাংলাদেশের সাঁওতাল সমাজ ও সংস্কৃতি, উত্তরবঙ্গের আদিবাসী লােকজীবন ও লােকসাহিত্য : ওরাওঁ, বাংলাদেশের ফোকলাের চর্চার ইতিহাস, লােকবিজ্ঞান ও লােকপ্রযুক্তি, উপন্যাস : ডােমান খালকোর অকাল প্রয়াণ, বাউল, যােগিনী, সম্পাদিত গ্রন্থ : শাহ গরীবুল্লাহ বিরচিত- সােনাভান, শাহ গরীবুল্লাহ বিরচিত- সত্যপীরের কথা, বাংলাদেশের সাহিত্যিক পরিচিতি (যৌথ), মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম (যৌথ), উত্তরবঙ্গের আদিবাসী ওরাওঁ সম্প্রদায়ের জন্য শাদরী ভাষায় রচিত প্রাথমিক পর্যায়ের চারটি গ্রন্থের সম্পাদনা। এছাড়া রয়েছে শতাধিক গবেষণামূলক প্রবন্ধ। ২০১৫-তে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনা থেকে বিপুল কলেবরে বের হয়েছে ড. মুহম্মদ আবদুল জলিল স্মারকগ্রন্থ “একজন নক্ষত্র মানুষ যা তাঁর কর্মময় গবেষক-জীবনের প্রতি"ছবি। সর্বমােট আট খণ্ডে সমাপ্য তাঁর রচনাবলি। তন্মধ্যে দু’খণ্ড ‘মুহম্মদ আবদুল জলিল রচনাবলি-১', মুহম্মদ আবদুল জলিল রচনাবলি-২' নামে বিশ্বসাহিত্য ভবন থেকে ইতােমধ্যেই প্রকাশিত। সৃজ্যমান এই লেখকের অনলস সৃজনমনস্কতার আপাতত সর্বশেষ সংস্করণ গল্পগ্রন্থ বেনাপােল চেকপােস্টে দুঘণ্টা। নির্মোহ ও নিরলস গবেষণার সমান্তরালে সৃজনশীল এমনতর প্রয়াস তাকে বরণীয়' ও ‘অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে সারস্বত সমাজে।

মুহম্মদ আবদুল জলিল এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed