clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Nurul Kader books

follower

মোহাম্মদ নূরুল কাদের

বদলিযােগ্য সরকারি চাকুরে পিতা আবদুল লতিফ খানের তদানীন্তন কর্মস্থল বিক্রমপুরের টঙ্গীবাড়ি থানায় ১৯৩৫ সালের ২ ডিসেম্বর মােহাম্মদ নুরুল কাদেরের জন্ম। ঢাকার আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস ১৯৫০ সালে। তারপর ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণ, ঢাকা হলের ভিপি পদে নির্বাচন। এর মধ্যে পাকিস্তান এয়ারফোর্সে জিডিপি পদে নির্বাচিত। সেখানে দুই বছর কাটিয়ে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন। কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ১৯৬১ সালে। চাঁদপুরে মহকুমা অফিসার পদে অবস্থান ১৯৬৩ সালে। মহকুমা অফিসার হিসেবে কৃতির জন্য তাঁকে নিয়ে পত্রিকায় আখতার হামিদ খানের ধারাবাহিক Ideal Field Officer নামে নিবন্ধ প্রকাশ । চট্টগ্রামের এডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহীর এডিসি ইত্যাদি পদে দায়িত্ব পালন। ১৯৭০-এর শেষ দিকে পাবনার জেলা প্রশাসক হিসেবে নিযুক্তি। একাত্তরের ৭ মার্চ প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে নুরুল কাদের স্বাধীনতা যুদ্ধ শুরুর ইঙ্গিত বলে গ্রহণ করেন। ২৬ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ব্যাটেলিয়নশক্তিতে পাবনা আক্রমণ। ডিসি নুরুল কাদের পূর্বেই তা আঁচ করে অধীনস্থ পুলিশ, আনসার এবং ছাত্র রাজনৈতিক কর্মীদের সংগঠিত করে আক্রমণ প্রতিহত করেন। ১৭টি খণ্ড যুদ্ধে হানাদার বাহিনীকে পর্যুদস্ত করা হয়। এর কয়েকটিতে তাঁর নেতৃত্ব প্রদান। মুক্ত পাবনায় প্রাদেশিক পরিষদ সদস্য আবদুর রব বগা মিয়া কর্তৃক স্বাধীন বাংলার পতাকা উত্তোলন এবং নুরুল কাদেরের স্বাক্ষরে বাংলাদেশ সরকার নামাঙ্কিত রাবার স্ট্যাম্প ব্যবহার করে বাংলাদেশ সরকারের দাফতরিক কার্যক্রম শুরু। এপ্রিলের প্রথমদিকে বাধ্য হয়ে অধীনস্থ মুক্তিবাহিনীসহ চুয়াডাঙ্গায় গমন। ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ। ভূমিকা পালন। ব্যাংক হতে সংগৃহীত সকল টাকার হিসাব বিবরণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে সমর্পণ, যা ছিল পরবর্তীকালে মুজিবনগর সরকার পরিচালনার অন্যতম আর্থিক অবলম্বন। | ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম ও একমাত্র সচিব হিসেবে নিয়ােগ লাভ। এরও অনেক পরে অন্যান্য সচিব নিয়ােগপ্রাপ্ত হলে নুরুল কাদের কর্তৃক জেনারেল। অ্যাডমিনস্ট্রেসনের সচিব তথা সংস্থাপন সচিবের দায়িত্ব পালন।

মোহাম্মদ নূরুল কাদের এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed