প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জেসমিন আরা
জেসমিন আরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে বাংলাদেশে সরকারি ও বেসকারি কলেজে অধ্যাপনা করেন ২০০৫ পর্যন্ত। বর্তমানে তিনি রিক্রিয়েশন থেরাপি বিষয়ে ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লিমান কলেজে অধ্যয়ন করছেন। তিনি কবিতা, ছােটগল্প, ভ্রমণকাহিনী, ও প্রবন্ধ লিখে থাকেন। তার লেখা বাংলাদেশ এবং নিউ ইয়র্কের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১১ সালের বাংলা একাডেমি বই মেলায় তার প্রথম কাব্য সংকলন ‘অরুণােদয়' প্রকাশিত হয়। এরপর ২০১২ সালে ভ্রমণ কাহিনী “দূরপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য” এবং ২০১৩-এ প্রকাশিত হয় প্রথম গল্প সঙ্কলন। ২০১৯-এ তার লেখা ইংরেজি গল্প, Abigail নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাহিত্য সঙ্কলন “The Golden Leaves (Stories by Bengali Women in North America)” -এ প্রকাশিত হয়। এছাড়া "Asian American Voices”ম্যাগাজিনে। Eloise' নামে তাঁর আরাে একটি ইংরেজি গল্প ছাপা হয়। বই পড়া, নতুন নতুন জায়গায় ভ্রমণ করা, এবং রান্না করা তার প্রিয় শখ।