প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নির্মল চক্রবর্তী
কবি নির্মল চক্রবর্তী ৫ নভেম্বর ১৯৫৫ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুখরিয়া গ্রামের এক সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা নলিনীকান্ত চক্রবর্তী ওরফে মণীন্দ্রনাথ গােস্বামী (প্রয়াত), মা রমাবতী চক্রবর্তী (প্রয়াত)। ১৯৬৯ সালে নবম শ্রেণিতে পড়ার সময় স্বৈরাচারী আইয়ুব বিরােধী গণআন্দোলনে অংশগ্রহণ করেন । সেই থেকে আজ পর্যন্ত বাম ধারার রাজনীতির দর্শন ও প্রয়ােগের সঙ্গে জড়িত। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে লেখাপড়া সমাপ্ত করেন। তারপর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যােগ দেন। এর আগে তিনি বেশ কয়েকটি দেশি-বিদেশি বেসরকারি সাহায্য সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সে সময় দেশের বিভিন্ন অঞ্চলের চরের জনজীবন, ক্ষুদ্র জাতিসত্তা, উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রায় পনেরাে শত মাঠ পর্যায়ের প্রতিবেদন প্রণয়ন করেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকতা বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে ব্যাপক প্রশিক্ষণ দিয়েছেন । বর্তমানে ভারতের শিলিগুড়ি থেকে প্রকাশিত দৈনিক উত্তরের সারাদিন পত্রিকায় রাজনৈতিক প্রতিবেদন লিখছেন । ইতিপূর্বে দৈনিক জনকণ্ঠ’সহ বিভিন্ন পত্রিকায় নিয়ােজিত ছিলেন । তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপাের্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫