প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অজয় রায়
অজয় রায় জন্ম ৩০ ডিসেম্বর ১৯২৮ সালে ময়মনসিংহ জিলার ইশ্বরগঞ্জ উপজিলায় মাতামহের কর্মস্থলে। বাবা ড. প্রমথনাথ রায়, মা কল্যাণী রায়। বাড়ি কিশােরগঞ্জ জিলার বনগ্রামে। শৈশব ও কৈশাের কেটেছে বাবার সাথে ভারতের যুক্তপ্রদেশে বারানসী শহরে। বাবা সেখানে বিশ্ববিদ্যালয়ে বিদেশী ভাষার অধ্যাপক ছিলেন। সেখান থেকেই ম্যাট্রিক পাশ করেন ১৯৪৩ সালে। পরে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করার পর ফার্মেসীতে ভর্তি হন। এই সময় এক বছরের ব্যবধানে প্রথমে বাবা ও পরে মা’র মৃত্যুর পর অন্যান্য ভাইবােনদের নিয়ে গ্রামের বাড়ি বনগ্রামে চলে আসতে বাধ্য হন। এখানে ঠাকুরদা, ঠাকুরমার তত্ত্বাবধানে ছয় ভাইবােনের জীবন শুরু হয় অন্যভাবে। ১৯৪৬ সালে তিনি মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে ভর্তি হন। স্কুলে থাকতেই বামধারার ছাত্র সংগঠন ছাত্রফেডারেশন ও কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। গ্রামে এসেও এই ধারার কাজ গড়ে তুলতে চেষ্টা করেন এবং হরগঙ্গা কলেজে ভর্তি হবার পরও সেখানে একই ধারার কাজ চালিয়ে গেছেন। এ সময় তিনি ঢাকা জিলা ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন। সভাপতি ছিলেন শহীদ মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন প্রসাদ মুখােপাধ্যায়। ডিগ্রী পরীক্ষার ফল বেরােবার আগেই ১৯৪৮ সালের ডিসেম্বরে মুন্সীগঞ্জ শহর থেকে ছাত্র ফেডারেশনের এক সভা থেকে পুলিশী হামলায় আত্মগােপনে যেতে বাধ্য হন। পরে গ্রাম থেকে গ্রেফতার হন। বিভিন্ন পর্যায়ে গ্রেফতার হয়ে সব মিলিয়ে তিনি পনের বছরের মত জেল খেটেছেন। আত্মগােপন থেকেছেন বার বছরের মত। এই সময়কালে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থেকেছেন। পাকিস্তান আমলে প্রথমে ময়মনসিংহ জিলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে এবং ১৯৭৬ সাল থেকে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন। ১৯৯২ সালে তিনি পার্টির সদস্যপদ ত্যাগ করে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেন। বিয়ে করেছেন ১৯৭১ সালে। স্ত্রী জয়ন্তী রায়। ছেলে মেয়ে তিনজন। অনিন্দিতা, অমিতাভ ও অদিতি। বর্তমানে ঢাকায় থাকেন এবং সাধ্যমত সামাজিক কাজকর্মে যুক্ত থাকতে চেষ্টা করেন। প্রকাশিত গ্রন্থ : বাঙলা ও বাঙালী’, ‘বাংলাদেশের অর্থনীতি : অতীত ও বর্তমান, বাংলাদেশের ভূমিব্যবস্থা, রাজনীতি কি ও কেন?’, ‘পুঁজিবাদী অর্থনীতি, বাংলাদেশের কৃষকবিদ্রোহ’, ‘গণআন্দোলনের নয়বছর’, ‘বীরকন্যা প্রীতিলতা', ‘আমাদের জাতীয়তার বিকাশের ধারা, ‘বাংলাদেশের বামপন্থী আন্দোলন ১৯৪৭-৭১', ‘শিক্ষানবিশীর হাতেখড়ি’, ‘সাম্প্রতিক,' তীরের অন্বেষায়। এছাড়া নিয়মিতভাবেই বিভিন্ন পত্রপত্রিকায় এখনাে লিখে থাকেন।