প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আহমেদ সোহেল
আহমেদ সােহেল বিক্রমপুরের ষােলঘর গ্রামে। ১৬ নভেম্বর জন্ম গ্রহণ করেন। পিতা : আহমেদ আবুল হােসেন, মাতা : ছানােয়ারা খানম। অবিচল আস্থায় বাংলাসাহিত্যকে উর্বর করার। নেশায় ডুবে থাকা তার স্বভাব। নতুন সৃষ্টির তাড়নায় কখনাে হয়ে ওঠেন তাই আবেগ প্রবণ, কখনাে অন্ধ আবেগের পশ্চাদ-বিমুখতাকে শক্ত হাতে দমন করেন। বাস্তবতার উন্মাতাল স্রোতে জেগে ওঠে তার শক্তিশালী কলম। সাবলিল ভাষায় দৈনন্দিন জীবনের সমস্যা ও সমাধান বেরিয়ে আসে তার লেখায়। লিখেন কবিতা, গল্প, উপন্যাস ও গান। তিনি বড় হয়েছেন তার জন্মস্থান ষােলঘরেই। বর্তমানে ইংল্যান্ডে প্রবাসী। প্রথম লেখা কলেজ ম্যাগাজিনে, এরপর বিভিন্ন পত্রিকায়। তার প্রকাশিত গ্রন্থ : (উপন্যাস) মেঘ অরণ্য, মন পবন, যখন সন্ধ্যা নামে, মেঘে ঢাকা চাঁদ। (কাব্যগ্রন্থ) রূপালী জ্যোৎসনা, ছায়া প্রহরী, সীমানা ছাড়িয়ে, লীনা এবং স্বপ্ন।