clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Mahfujur Rahman books

follower

ড. মাহফুজুর রহমান

প্রফেসর ড. মাহ্ফুজুর রহমান ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তিনি চট্টগ্রামের পটিয়াস্থ ‘আল জামেয়াতুল ইসলামিয়া' হতে ১৯৭৭ সালে দাওরা হাদিসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। অতঃপর ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে ‘আত্ তাখাস্সুস ফিল্ ফিক্হিল ইসলামী' বা ‘ইসলামী ফিকাহ’ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিশেষ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়া ও উসূলুদ্দিন’ কলেজ হতে প্রথম শ্রেণিতে লেসান্স ডিগ্রি অর্জন করে সাউদিআরব ভিত্তিক ‘রাবেতাতুল আলম আল ইসলামী'র দায়ী হিসেবে দেশে ফিরে আসেন। অতঃপর ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ এম এ পরীক্ষায় উত্তীর্ণ হন। ড. রহমান ১৯৯৪ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ হতে ‘মাওকিফুল ইসলাম মিনাল আদাবি ওয়াল ফান’ বা ‘শিল্পকলা ও সাহিত্য: পরিপ্রেক্ষিত ইসলাম' শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন । তার রচিত ও অনূদিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- সুন্নাতে রাসুল সা. অনুসরণের রূপরেখা, কলেমায়ে তাওহীদের শিক্ষা ও দাবি, ইসলামী শরীয়তের বাস্তবায়ন, উপেক্ষা ও উগ্রতার বেড়াজালে ইসলামী জাগরণ, ইসলাম ও শিল্পকলা, সমাজ বিপ্লবে যুব সমাজের ভূমিকা, ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, জান্নাতের সন্ধানে, কমিউনিকেটিভ এরাবিক ইত্যাদি । এ পর্যন্ত-আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী শিল্পকলা, ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, ইসলামে ব্যবসা-বাণিজ্য এবং ইসলাম ও মার্কেটিং বিষয়ে তার ত্রিশটিরও অধিক প্রবন্ধ বাংলা ও আরবি ভাষায় বিভিন্ন গবেষণা পত্রিকা ও একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. মাহফুজুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed