প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ গত শতকের আশির দশকে ঢাকায় জন্মগ্রহণ করেছেন। তাঁর বেড়ে ওঠা খুলনায়। স্নাতক ও স্নাতকোত্তর হিসাববিজ্ঞানে। চার্টার্ড অ্যাকাউনটেন্সি কোর্স সম্পন্ন করে বাঁকবদল; শুরু করেন সাংবাদিকতা। গত এক যুগ ধরে সাংবাদিকতা করছেন মূলধারার জাতীয় দৈনিকে। ২০১৫ সাল থেকে সংস্কৃতিবিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন দৈনিক প্রথম আলোয়, দায়িত্ব পালন করেছেন দৈনিকটির সংস্কৃতি ও বিনোদন বিভাগের উপপ্রধান হিসেবে। শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনের নানা বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন। শাস্ত্রীয়সংগীত, লোকসংগীত, শাস্ত্রীয়নৃত্য, আলোকচিত্র, চলচ্চিত্র, চিত্রকলাসহ শিল্পকলার নানা বিষয় নিয়ে পড়া ও লেখা তাঁর নেশাও বটে। সমান আগ্রহ আছে সাংস্কৃতিক রীতি ও আচার, জীবনযাপন, রসনা, পুষ্টি, কৃষি, পোশাক নিয়েও। গল্প, কবিতা ও উপন্যাস মিলিয়ে তাঁর প্রকাশিত বই পাঁচটি। ২০২৩ সালে প্রকাশিত হয় তাঁর ছোটগল্পের বই ‘কয়েকছত্র কান্নার গল্প’। তাঁর অন্য বইগুলোর মধ্যে রয়েছে আমাদের শহরে একগাড়ি সামসু (ছোটগল্প), পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ হয়ে আছে ইহকাল (কবিতা), দ্য ফ্রিল্যান্সার (উপন্যাস) ও ইনবক্স ভরে গেছে বকুলের ঘ্রাণে (কবিতা)।