প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবুল বাসার সেরনিয়াবাদ
প্রেম এবং প্রেমহীনতার দ্বন্ধমুখর মায়াবী গীতিময়তা, সপ্নগন্ধী লিরিক কবি আবুল বাসার সেরনিয়াবাদের কবিতার উপজীব্য। লােকজ গন্ধের আকুলতায় ভরা তার কবিতার ঘর-সংসার। তিনি বাংলাদেশের অপার সৌন্দর্যনিষ্ঠ কাব্যময়তার শেকড়-সন্ধানী কবি। মুক্তিযুদ্ধের সপক্ষ চেতনা ও মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে তার প্রথম কাব্যগ্রন্থ থেকে শেষ কাব্যগ্রন্থ দ্রোহ, প্রেম, সত্যানুসন্ধান, লােকায়ত দশর্ন, রূপকথা এবং ইতিহাসের মিশেলে সমাজের ক্ষত স্পর্শ করে কবিতায় এনেছেন অশান্ত রাজপথ, অসুস্থ রাজনীতি এবং নিজস্ব পরিচয়ের লড়াইয়ে বিপর্যস্ত ও পর্যদস্ত মানুষদের। কবিতার কণ্ঠস্বরে কবি ভাঙতে চেয়েছেন শ্রেণি বৈষম্যের শৃঙ্খল; পাশে দাঁড়িয়েছেন সহায়-সম্বলহীন মেহনতি মানুষের, বুভুক্ষু জনতার। সমাজের অবক্ষয় স্বাধীনতা বিরােধী অপশক্তি এবং সাম্রাজ্যবাদী শােষকদের প্রতি বর্ষিত তীব্র ঘৃণা, চুয়াত্তরের দুর্ভিক্ষের ভয়াবহতা, পর্চাত্তরে বঙ্গবন্ধু হত্যা, কষ্টার্জিত স্বাধীন স্বদেশে দীর্ঘ দুঃশাসন এসবেরই দুঃসহ উপলব্ধি এবং অনিবার্য অক্ষমতার বিপরীতে প্রচ্ছন্ন দুঃখবােধে উদ্বেলিত তার কাব্য। তার কবিতার কণ্ঠ চিরে বেরিয়ে আসে যুদ্ধ বিরােধী, সামরিক শাসন বিরােধী, দুঃশাসন বিরােধী, নষ্ঠ রাজনীতির ক্লিষ্ট কাল বিরােধী ভালােবাসার তুঙ্গস্পর্শী উচ্চারণ। নিজস্ব ভূখন্ড ছাড়িয়ে বিশ্ব-মানবিকতা বােধ এই কবির অন্তর্যাত্রায় উদ্বেল।