প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া পেশায় চিকিৎসক হলেও তাঁর প্রথম নেশা মনস্তত্ত্ব। মনোজাগতিক ক্যানভাসে মস্তিষ্কের নিউরনের সাথে অনুভূতির সংযোগ খোঁজেন মুগ্ধ চিত্তে। তাঁর আরেকটি নেশা ভলান্টিয়ার কাজ করা। পাহাড়ে কিংবা সমতলে, আদিবাসী কিংবা বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এই কাজ করাকে তিনি মনে করেন আসলে প্রান্তিকদের জন্য নয়, নিজের মনোজগতিক সতেজতা বজায় রাখার জন্যই করেন। কারণ স্বাস্থ্যর চারটি ভাগ আছে। শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। এই প্রতিটি স্বাস্থ্যর যত্ন করা সম্মিলিতভাবে একজন মানুষের ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক। সেই ধারাবাহিকতায় মনোসামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ফিনিক্স নামে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ খুলেছেন। যেখানে মানুষ অকপটে মনের কথা বলবার প্রক্রিয়া চর্চা করেন। সেই গ্রুপের আপ্ত বাক্য হলো, 'We are not independent we are interdependent.' তিনি বিশ্বাস করেন প্রতিটি মানুষ জীবন যুদ্ধে কখনো না কখনো রূপকথার ফিনিক্স পাখির মতন পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে আবার 'আপনা মাঝে শক্তি ধরে' নতুন জন্ম নেয় সেই মানুষটির নতুন এক সত্তা। মানুষটি তখন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে হয়ে যান একজন ঝলমলে ফিনিক্স। এটি কিন্তু প্রতিটি মানুষের জীবনে দোলনা থেকে কবর পর্যন্ত একটি চলমান প্রক্রিয়া। 'কম টেস্টোস্টেরন ও মনোদৈহিক প্রভাব', 'স্ট্রেস', 'স্থূলতার মনোদৈহিক প্রভাব ' নামে তাঁর বই আছে।