প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবু সুফিয়ান
আবু সুফিয়ান বাবা আব্দুল হেকিম তালুকদার। মা শামসুন নাহার। জন্ম ১১ আগস্ট, ১৯৫৩। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও গ্রামে। এসএসসি পরীক্ষার প্রাক্কালে মায়ের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে যােগ দেন। ভারতের মেঘালয় রাজ্যের ইকোওয়ান নামক ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ৫ নং সেক্টরের চেলা সাবসেক্টরে ক্যাপটেন হেলালউদ্দিনের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রণাঙ্গনে গেরিলা অপারেশন ও সম্মুখসমরে মােকাবিলা করেছেন শত্রবাহিনীর। ২২ অক্টোবর নারায়ণতলা যুদ্ধে পাকিস্তানি সেনা বাহিনীর ছােড়া বােমার প্রিন্টারের আঘাতপ্রাপ্ত হন। যুদ্ধের পরে বেশ কিছুদিন শিক্ষকতা ও মুক্তিযােদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের তথ্যসংগ্রহের কাজে নিয়ােজিত আছেন। স্থানীয় পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক লেখাগুলাে থেকে কয়েকটি নিবন্ধ এই বইয়ে গ্রন্থিত করা হয়েছে। বর্তমানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নিগ্ধ সান্নিধ্য নিয়ে তাঁর স্মৃতিকথা লিখছেন এবং মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছেন।