প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবু জাহিদ
আবু জাহিদ। জন্ম বিভক্ত ভারতের পূর্ববঙ্গের বিক্ষুব্ধ বাঙালির শোষণমুক্তির সংগ্রামমুখর কাল ১৯৬৫ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর সাতক্ষীরার তালায়। চোখ মেলেই দেখেছেন তাঁকে ঘিরে আছেন শোষণমুক্তির গান কণ্ঠে নিয়ে অগ্রজেরা, ধীর-স্থির বুদ্ধিদৃপ্ত বাবা এবং স্বশিক্ষায় সুশিক্ষিত স্নেহময়ী মা। প্রগতিশীল পরিবারের নতুন সদস্য হতে পেরে ব্যতিক্রমী এক শিশু ফিক করে শব্দহীন হাসি উপহার দিয়েছেন কান্নার পরিবর্তে। এরপর শৈশব কৈশোর মায়ের স্নেহচ্ছায়ায়। প্রথম প্রগতির পাঠ মায়ের কাছে। যৌবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে সম্মান ও এমএ করতে গিয়ে সাহিত্য-সাগরে অবগাহন। প্রগতিশীল ছাত্ররাজনীতির সক্রিয় কর্মী। ৯০'র উত্তাল সময়ে স্বৈরশাসন উচ্ছেদের অন্যতম একটি ধারা নাট্য আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ, বাংলাবাজার পত্রিকার কর্মী। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এ বিশ্বাসে নতুন প্রজনন্মকে প্রত্যক্ষ প্রগতির পাঠ দেওয়ার স্বপ্ন নিয়ে পত্রিকা ছেড়ে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ। বর্তমানে শরীয়তপুরের জাজিরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক। যে বিশ্বাস বুকে নিয়ে ছুটে গিয়েছেন গ্রামে, তার অনেকখানিই ভেঙেছে মোহভঙ্গের মতো। ব্যথিত হয়েছেন, ক্ষরিত হয়েছেন গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্রকে হারমানানো রাষ্ট্রযন্ত্রের কারসাজি দেখে। কলম ও প্রিয় ছাত্রদের অবলম্বন করে নীরবে সংগ্রাম করে চলেছেন প্রবন্ধ, নাটক, কবিতা ও গণসংগীতকে মাধ্যম করে। প্রতিদিন নব উদ্যমে লিখে চলেছেন কবিতা, নাটক, প্রবন্ধ। প্রকাশে অনীহা। প্রিয় ছাত্রদের অনুরোধ ও পিড়াপিড়ি উপেক্ষা করতে না পেরে এই তাঁর প্রথম প্রকাশ।