প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রফিক-উম-মুনীর চৌধুরী
জন্মস্থান চট্টগ্রাম এবং পৈতৃক নিবাস ফেনী। জেলার শর্শদি হলে ও রফিক-উম-মুনীর চৌধুরী। মা-বাবা, সহধর্মিনী নাজমুন, কন্যা জাহরা এবং দুই সহােদর রিফাত ও জুমানা সহ ঢাকা মহানগরীতে বসবাস করেন। বড় হয়েছেন পুরানা পল্টনে। মাঝে উচ্চ শিক্ষার্থে বেশ কয়েকবছর বিদেশে ছিলেন। স্প্যানিশ ও ইংরেজি ভাষাসাহিত্যে লন্ডন এবং স্পেন থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যাপনা করেন । ছাইভস্ম লেখালেখির শুরু বিদ্যাপীঠ কুমিল্লা ক্যাডেট কলেজে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লেখেন ও বিশ্বসাহিত্য থেকে অনুবাদ করেন। এ পর্যন্ত প্রকাশিত অনুবাদ গ্রন্থ দুইটি হলাে নােবেল জয়ী লেখক গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ-এর মেমােরিয়া দে মিস পুতাস ত্রিস্তেস উপন্যাসের অনুবাদ আমার দুঃখভারাতুর বেশ্যাদের স্মৃতিকথা এবং ইতালীয় লেখক আলেসান্দ্রো বারিককো-র উপন্যাসের অনুবাদ সিল্ক সংকলিত ও সম্পাদিত গ্রন্থ আধুনিক লাতিন আমেরিকান গল্প।