প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অঁরে দ্য বালজাক
কালের বাধা অতিক্রম করে বিশ্বসাহিত্যে আপন মহিমায় ভাস্বর হয়ে আছে যে গুটিকয়েক নাম আঁরে দ্য বালজাক তাদের মধ্যে অন্যতম। সাহিত্যে বাস্তববাদের প্রতিষ্ঠাতা তিনি। সমাজের এমন কোনাে শ্রেণী নেই যেখান থেকে তিনি তার প্রধান চরিত্র তুলে আনেননি। তার উপন্যাসের চরিত্ররা বিচিত্র মানুষ, বিচিত্র তাদের পেশা, বিচিত্র তাদের মানসিকতা ও আচরণ তাকে উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ঔপন্যাসিক বলে গণ্য করা হয় । তার অনুসারীদের তালিকায় রয়েছেন মালে প্রস্ত, এমিল জোলা, চার্লস ডিকেন্স, ফিওদর দস্তয়েভস্কি, গুস্তাভ ফ্লবেয়ার, হেনরি জেমস, উইলিয়াম ফকনার প্রমুখ বড় বড় কথাশিল্পী এবং জগতকাঁপানাে দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলস। তার মহান সৃষ্টি লা কমেডি হিউমেইন (ইংরেজিতে দ্য ডিভাইন কমেডি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। এটি আসলে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলি স্বতন্ত্র উপন্যাস ও ছােটগল্পের সংকলন। এই মহান কথাসাহিত্যকের জন্ম ১৭৯৯ সালের ২০ মে ফ্রান্সের তুরস-এ। ১৯৫০ সালের ১৮ আগস্ট মাত্র। ৫১ বছর বয়সে প্যারিসে তার মৃত্যু হয়।