প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মীর্জা আমীর
মীর্জা আমীর মীর্জা আমীর জামালপুর জেলার বকশীঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। বাবা মীর্জা আ. জলিল সাহিত্যের সমরস বণ্টনে পুত্রকে গড়ে তুলেছেন সোৎসাহে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অতন্দ্র পৃথিবী’ ও ‘হীরের মাটি সোনার ফুল’ দিয়ে সাহিত্যজীবন শুরু। উপন্যাস ‘আঁধিয়ার স্পর্শ’র কল্পনায় ডানা মেলেই তিনি গদ্যের উঠোনে পা রাখেন। শিকড়সন্ধানী কবি ও লেখক মীর্জা আমীর মানুষ ও প্রকৃতিপ্রেমে বিশ্বাসী। শৈল্পিক প্রেমে গঠন করেন শব্দের শরীর। বাবুই পাখির নিপুণতায় গড়ে তোলেন গল্পের বাগান। তার সংকলিত উপন্যাস ‘অচেনা প্রহর’ একটি সামাজিক ব্যাধি নির্মূল উপন্যাস। জগতের সকল আবলিতা জটিলতাকে সহজ সমাধানে তুলে আনেন লেখার পাতায়। কবি ও লেখক মীর্জা আমীরের লেখার জগতে অদম্য স্পৃহাই তাকে নিয়ে যাবে সাফল্যের দিগন্তে। প্রধান শিক্ষক বকশীঞ্জ ক্যাডেট একাডেমি― বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ, লেখকের অন্যান্য গ্রন্থ, অতন্দ্র পৃথিবী―কাব্যগ্রন্থ, হীরের মাটি সোনার ফুল―কাব্যগ্রন্থ, আঁধিয়ার স্পর্শ―উপন্যাস, নীল কষ্টের ঢেউ―উপন্যাস, সূর্যকন্যা―উপন্যাস, নারী দংশন―উপন্যাস, পাপী বউ―উপন্যাস, চন্দ্রপুরুষ―উপন্যাস, ময়ূরী বউ―উপন্যাস, যদি ভালোবাসা পাই―উপন্যাস, চন্দ্রপ্রভা―উপন্যাস, বৃদ্ধাশ্রম―উপন্যাস, প্রণয়পক্ষ―উপন্যাস, বৃদ্ধাশ্রম : এক মানুষের এক দুনিয়া (উপন্যাস)