প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
প্রফেসর মোঃ আখতারুল ইসলাম
প্রফেসর মোঃ আখতারুল ইসলাম বি.এসসি (সম্মান), এম.এসসি (পদার্থবিজ্ঞান-জাথ শীভাগ বিশ্ববিদ্যয় নয়- ১৫ তম ব্যাচ) (১৪'শ বি.সি.এস সাধারণ শিক্ষা) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও । ভূতপূর্ব সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঠাকুরগাও সরকারি কলেজ, ঠাকুরগাঁও; ভূতপূর্ব প্রভাষক, পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাও, পাথরাজ মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় বঙ্গতাজ মহাবিদ্যালয়, বিরাটী কাপাসিয়া, গাজীপুর । সানশীল মাস্টার ট্রেইলার-SESDP (পদার্থবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পর্যায়) Master Trainer-SESIP: National Curriculum-2012 Dissemination | সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন, উত্তরপত্র মূল্যায়ন ও প্রধান পরীক্ষা | গ্রন্থ এলাতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক অনুমোদিত পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র (একাদশ-আাদশ শ্রেণি); (NCTB) কর্তৃক অনুমোদিত ১ম ও ২য় পত্র বইয়ের গাণিতিক সমাধান ব্যবহারিক পদাথ বিজ্ঞান ১ যত ২য় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণী); বি.এসসি (পাস/ডিগ্রি) পদার্থ বিজ্ঞান ১ম বর্ষ ৩য় বর্ষ বি.এসসি (পাস/ডিগ্রি) ব্যবহারিক পদার্থ বিজ্ঞান ।