প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
যোহান বোয়ার
যােহান বােয়ার শীর্ষস্থানীয় নরওয়েজীয়ান লেখক। জন্ম ১৮৭২ সালে পশ্চিম নরওয়ের ট্রন্ডহাইমে। জন্মস্থানের পরিবেশই তার বিশ্বখ্যাত উপন্যাসসমূহের মূল বিষয়। অবৈধ সন্তান হওয়ায় পালক বাবা-মার আশ্রয়ে গ্রামের বিদ্যালয়ে যৎসামান্য লেখাপড়া শিখেন, কারণ এর বেশি সামর্থ তাদের ছিল না। জীবন ধারণের জন্য বিভিন্ন ধরনের কঠিন পরিশ্রমের কাজ করতে বাধ্য হন এবং এই কাজগুলাে কখনােই তাকে আত্মতৃপ্তি দিতে পারেনি, কারণ ছােটবেলা থেকেই স্বপ্ন দেখতেন লেখক হবেন। তরুণ বয়সেই অনেকগুলাে সাহিত্য রচনা করলেও সাফল্য আসে ১৮৯৬ সালে প্রকাশিত উপন্যাস ‘আ প্রসেসন'-এর মাধ্যমে। উপন্যাসটিতে তল্কালীন রাজনৈতিক এবং নৈতিকতার বিষয়টি তিনি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তােলেন। উপন্যাসটি তাঁকে ইউরােপ এবং আমেরিকায় বিপুল জনপ্রিয়তা এনে দেয়। নরওয়ের মানুষের জীবন-নির্ভর সাহিত্যগুলাে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দেয়। তার মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে ‘মহাবুভুক্ষা,' ‘দ্য ইমিগ্রান্ট,' ‘দ্য লাস্ট অব দ্য ভাইকিংস,' এবং ‘ফোক বাই দ্য সী'। ১৯৩০ সাল নাগাদ তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করে এবং ১৯৫৯ সালে তাঁর মৃত্যু পর্যন্ত এই অবস্থা বিদ্যমান ছিল। কিন্তু তিনি এমন কিছু উপন্যাস লিখে গেছেন যার ফলে তিনি আধুনিক নরওয়েজীয়ান সাহিত্যের এক প্রবাদ পুরুষ হয়ে আছেন।