প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রোহিতন মিস্ত্রি
১৯৫২ সালে বম্বেতে জন্মগ্রহণ করেন রােহিন্তন মিস্ত্রি। ১৯৭৫ সালে কানাডায় পাড়ি জমান তিনি এবং টরােন্টোর একটি ব্যাংকে কাজ শুরু করেন। ইউনিভার্সিটি অব টরােন্টোয় পাঠকালীন ১৯৮৩ সালে গল্প লিখতে শুরু করেন। দুটি হার্ট হাউজ সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি এবং ১৯৮৫ সালে কানাডিয়ান ফিকশন ম্যাগাজিনের অ্যানুয়্যাল কন্ট্রিবিউটর’স প্রাইজ লাভ করেন। তাঁর প্রথম গ্রন্থ, টেলস ফ্রম ফিরােযশাবাগ কানাডায় প্রকাশিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংস্করণসমূহ ফ্রেঞ্চ ও জাপানী অনুবাদ হিসাবে প্রকাশিত হতে যাচ্ছে। সাচ আ লঙ জানি তার প্রথম উপন্যাস। রােহিন্তন মিস্ত্রি টরােন্টোর কাছাকাছি বাস করেন।