প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শিরীন মমতাজ খালেদ
লেখিকা' শিরিন মমতাজ খালেদের শৈশব, কৈশাের কেটেছে ঢাকা শহরে। তার লেখার হাতে খড়ি কচি কাঁচার আসর ও মুকুলের মহফিলে । শুরুতে তিনি কবিতা এবং ছােটগল্প লিখতেন। লেখা ছাড়াও এই দুই পত্রিকার সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি। ষাটের দশকের শেষ এবং সত্তরের শুরুতে লেখা তাঁর কবিতাগুলাে সে সময় ঢাকা মেডিকেল কলেজ ও তার আশেপাশে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় তিনি লেখা ছাড়াও ছােট ছােট পুস্তিকা ও সংকলন প্রকাশের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারপরই প্রবাসের পথে রওয়ানা হন। দীর্ঘ প্রবাস জীবনের স্বল্প অবসরেও মাঝে মাঝে তিনি বিভিন্ন পত্রিকায় গল্প এবং কবিতা লিখেন। তাঁর লেখার বিষয় মূলত মানবিক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাগুলাের মধ্যে দিয়ে চরিত্রের গভীরে ঢুকে যাওয়া এবং বিচার বিশ্লেষণ এড়িয়ে চরিত্র ও ঘটনার মূল ছবিটুকু পাঠকের কাছে তুলে ধরাই তাঁর লেখার বৈশিষ্ট।