প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
বিকাশ সিংহ
বিকাশ সিংহের জন্ম ১৯৮০ সালের ২৭ শে জুলাই, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার, মাধবপুর ইউনিয়নের, বাঘবাড়ী গ্রামে এক বিষ্ণুপ্রিয়া মণিপুরি হিন্দু পরিবারে। দুরন্ত শৈশব কেটেছে ধলাই নদীর তীরে এবং সবুজ চা বাগানের প্রাকৃতিক নিসর্গে। মা তম্বি সিনহা ও বাবা স্কুল শিক্ষক মহেন্দ্র সিংহের একমাত্র ছেলে বিকাশ সিংহ। সহধর্মিণী লাভলী সিনহা একজন সংগীত শিল্পী ও দুই ছেলে সন্তান আয়ুষ ও অয়ন সিংহ। স্কুল জীবন কেটেছে মাধবপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে। কমলগঞ্জ কলেজ থেকে কলেজ জীবন পেরিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স অফ সায়েন্স ইন প্ল্যান প্যাথলজি সম্পন্ন করেছে। বর্তমানে কর্তব্যরত আছে প্রধান ব্যবস্হাপক হিসেবে ফিনলে চা কোঃ লিমিটেড এর হরিণছড়া চা বাগানে। কিশোর বয়স থেকে সাহিত্য চর্চার শুরু। কাজের পাশাপাশি ধরে রেখেছেন কাব্যপ্রেম। দেশে ও বাহিরের বিভিন্ন সাহিত্য পত্রিকায় লিখে চলেছেন নিয়মিত। ২০২২ সালে পেয়েছেন কলকাতার অনলাইন ভিত্তিক পত্রিকা " কলকাতা সাহিত্যাঙ্গন " থেকে বর্ষসেরা কবি ২০২২ সম্মাননা স্মারক পেয়েছেন। "চা বালিকা" কবির প্রথম কাব্যগ্রন্থ