Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Hai Moshahid books

follower

আব্দুল হাই মোশাহিদ

আব্দুল হাই মোশাহিদ: জন্ম ৬ই ডিসেম্বর ১৯৬০ খ্রি. ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। বিশ্বনাথ জমির আহমদ উচ্চবিদ্যালয়, তাজপুর কলেজ ও সিলেট মদনমোহন কলেজে অধ্যয়ন করেন। ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও কোয়ালিফাইড ফুটবল রেফারি হিসেবে পরিচিতি রয়েছে। বেশকিছু সেচ্ছাসেবী- সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। সংবাদকর্মী হিসেবে অখণ্ড বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 'মাটি ও মানুষ' রচনা, গবেষণা ও সম্পাদনা পরিষদের কর্ণধার হিসেবে আঞ্চলিক ইতিহাস গবেষণায় নিরলসভাবে কাজ করে চলেছেন। গবেষাণামূলক ইতিহাস এই ২টি, জীবনী গ্রন্থ ২টি, উপন্যাস ২টি এবং ২২টি প্রামাণ্য গ্রন্থের জনক। 'ওসমানীনগরের ইতিবৃত্ত' গ্রন্থটি ৯ম প্রকাশনা। তাঁর আরও কটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। সফেদ্ধ পাবেষণাকর্ম তাঁকে এনে দিয়েছে 'শরচ্চন্দ্র চৌধুরী সম্মাননা পদক', একটি মুঠোফোন কোম্পানি কর্তৃক ২০০৪ খ্রিষ্টাব্দে 'সাদামনের মানুষ' হিসেবে চিহ্নিত হয়েছেন। আব্দুল হাই মোশাহিদ ২০১১-২০১৬ মেয়াদে ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার অন্যতম শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনিত হওয়া ছাড়াও মেয়াদকালে প্রায় দেড় ডজন স্বর্ণপদকের জন্য মনোনীত হন। আব্দুল হাই মোশাহিদ গবেষণা ও লেখালেখিতে নিরলস কর্মতৎপর। তাঁর ইচ্ছে সুস্থ থাকলে সিলেট অঞ্চলের প্রকৃত ইতিহাস মাঠ পর্যায় থেকে তুলে আনবেন। পারিবারিক জীবনে সহধর্মিণী ফাতেমা বেগম, একমাত্র মেয়ে শামীমা হালিম, দুই ছেলে-জাহিদুর রহমান ও নাইমুর রহমান।

আব্দুল হাই মোশাহিদ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed