প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অপু বড়ুয়া
অপু বড়ুয়া লেখালেখি ও সংস্কৃতি জগতের একটি পরিচিত মুখ। মূলত শিশুসাহিত্যের একজন নিবেদিত প্রাণ লেখক। দীর্ঘ সময় ধরে লিখে চলেছেন ছড়া, কবিতা, গল্প। দেশের-পত্রিকা সাময়িকীতে নিরবচ্ছিন্নভাবে ছাপা হচ্ছে তাঁর লেখা। লেখালেখির চমৎকারিত্বের জন্য ইতোমধ্যে সম্মানিত হয়েছেন অনেক পুরস্কার সম্মাননায়। বেরিয়েছে তার মজাদার মনকাড়া গ্রন্থ: আকাশে রঙিন ঘুড়ি, আয়রে ছুটে আয় প্রিয় জলদী গাঁয়, রঙের তুলি কর্ণফুলি, আঁকার ভাষা লেখার ভাষা, শৈলী ও পরির গল্প, পেতনি ভূতের কাণ্ড, মাগো আমি যুদ্ধে যাব, একুশ ও স্বাধীনতার গল্প, ছোটদের প্রিয় বঙ্গবন্ধু। তার সৃজনশীল সাহিত্যকর্ম জুড়ে রয়েছে শিশুতোষ মন-মানস, হাসিখুশির মৌতাত, ছেলে ভুলানো ভ‚ত-পেতনি-পরির অবাক করা বিষয় বৈচিত্র্য বর্ণনা, যা পাঠককে মোহিত করে নিমিষেই। শুধু লেখালেখির ক্ষেত্রবিশেষ নয়, অপু বড়ুয়া একজন সংগীত শিল্পীও, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। বন্ধুসুলভ হাসিখুশি মুখরতার অনন্যজন অপু বড়ুয়া ঘুরে বেড়িয়েছেন ভারত, থাইল্যান্ড, জাপান, আরও অনেক দেশ। বাবা অনন্ত মোহন বড়ুয়া, ও মা শচী রানী বড়ুয়া’র সন্তান অপু বড়ুয়া, পেশাগত জীবনে বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী পদে কর্মরত। অপু বড়ুয়া’র বাড়ি চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী গ্রামে। তার স্ত্রী পাপড়ী বড়ুয়া একজন কৃষি কর্মকর্তা। তাদের দুই সন্তান, পুত্র- পার্বণ বড়ুয়া, কন্যা- শৈলী বড়ুয়া ।