প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
চিন্ময় চক্রবর্তী
Chinmoy Chocroborti-এর প্রধান পরিচয়, তিনি চারণিক। ভ্রমণের নেশা তার রক্তে। সে নেশার টানে পাহাড়ে-পর্বতে, সমুদ্রতটে, অরণ্যে আর চেনা-অচেনায় তাঁর পদচারণা। ভ্রমণ-প্রেমী পাঠকদের সঙ্গে তাঁর সখ্য বছর কুড়ির। আনন্দবাজার, দৈনিক বর্তমান, উত্তরবঙ্গ সংবাদ, স্টেটস্ম্যান, টেলিগ্রাফ সংবাদ পত্রে; সাপ্তাহিক বর্তমান, ভ্রমণ, তথ্যকেন্দ্র, সুখীগৃহকোন ইত্যাদি পত্রিকায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিমালয়ান জার্নালে, স্বর্ণাক্ষর প্রকাশিত সেরা ভ্রমণ কাহিনী ১ ও ২ সংকলনে তাঁর লেখার সঙ্গে সুধী পাঠকের নিবিড়পরিচয়। তিনি পাঠককে উপহার দেন অজানা দেশ, অচেনা মানুষ, মোহময়ী প্রকৃতি – ভ্রমণের স্বাদু রোমাঞ্চে। তাঁর ভাষার যাদুতে, ক্যামেরার লেন্সে ধরা থাকে অপূর্ব অভিজ্ঞতার অমূল্য চিত্র। ভ্রমণ তাঁর সত্ত্বার সঙ্গে এমন অঙ্গাঙ্গীভাবে জড়িত যে তাঁর ভ্রমণ কাহিনীর সূত্র ধরে অনায়াসে চলে আসে সে সব জায়গার ইতিহাস, ভূগোল, পুরাণ আর লোককথা। চলে আসে তার সমৃদ্ধ পঠন-পাঠন, অভিজ্ঞতা আর পরিবেশ-ভাবনা। চলে আসে ভারী সহজ ভঙ্গিতে, গল্পের টানে। “তীর্থ হিমালয়”, “তিব্বত সীমান্তের পথে”, “অরণ্যের টানে’ গ্রন্থে পাঠকের সঙ্গে তাঁর বারবার দেখা। পেশায় প্রশাসক, নেশায় চারণিক লেখকের এবারের পথচলা ভুটানের পথে পথে।