প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আহমেদ শাহাবুদ্দীন
জন্ম ১৩ অক্টোবর ১৯৬৪, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন কর্ণসূতি গ্রামে। ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে পড়াকালে জড়িয়ে পড়েন গ্রুপ থিয়েটারের সঙ্গে। এক সময় সাংবাদিকতা করতেন। এখন শুধুই লেখালেখি । ১৯৮৮ সালে ‘আজব রাজার নতুন হুজুগ' নামে স্বৈরাচারবিরোধী পথনাটক লেখার মাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু। ওই বছর প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'মন যেখানে নদী'। প্রথম টিভি নাটক এখানে ‘আতর পাওয়া যায়' (১৯৯৯)। প্রথম ধারাবাহিক নাটক 'রঙ্গিলা বাও' (২০০৭)। 'বকুলপুর তার লেখা জনপ্রিয় ধারাবাহিক। ২০০৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) থেকে তাকে দেয়া হয় শ্রেষ্ঠ নাট্যকার (ধারাবাহিক)-এর পুরস্কার। একই বছর সিজেএফৰি থেকে দেয়া হয় সমালোচক পুরস্কার। প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবেন না তিনি। স্ত্রী ফাহমিদা আহমেদ। দুই পুত্র রীশাদ আহমেদ হৃদ্য ও রীশান আহমেদ শুদ্ধ।