Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Salma Azad books

follower

সালমা আজাদ

ঢাকায় বেড়ে ওঠা সালমা আজাদ ২৭ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মােঃ নঈম উদ্দিন, মাতা রাজিয়া খাতুন। তার পিতৃনিবাস ঢাকা ক্যান্টনমেন্টে। গ্রামের বাড়ি টাংগাইল জেলার কালিহাতি থানায়। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত মুসলিম মডার্ন একাডেমী থেকে এসএসসি, মিরপুর আইডিয়াল গার্লস কলেজ থেকে এইচএসসি, তেজগাঁও কলেজ থেকে স্নাতক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০১০ সালে স্নাতকোত্তর (প্রথম বিভাগ) ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের উপর ডিপ্লোমা লাভ করেন। স্কুলজীবন থেকেই তিনি চুপিচুপি কবিতা লিখতেন। ছােটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার দুর্বলতা ছিল লক্ষণীয়। স্কুল কলেজের দেয়াল পত্রিকায় প্রায়শই তার লেখা গল্প, কবিতা শােভা পেত। চাকরির পাশাপাশি তিনি গল্প, কবিতা, ছড়া এবং উপন্যাস রচনা করে থাকেন। বর্তমানে সালমা আজাদ ‘দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন’-এর সহ-সাধারণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘বেদনার টিপ। কাব্যগ্রন্থ ‘জন্ম হয়েছিল বলে । এছাড়া যৌথ কাব্যগ্রন্থ ‘কাব্য বলাকা ১ম ও ২য় খণ্ড, ‘কাব্যালয় এবং কবিতার দিনরাত্রি' প্রকাশিত হয়। ২০১৮ বইমেলায় উপন্যাস ‘নিভৃতে সােহাগী', জীবনীমূলক বই পুবের সূর্য আলাের মুখ দেখবে বলে আশা করা যায় এবং একটি গবেষণামুলক বই প্রক্রিয়াধীন রয়েছে।

সালমা আজাদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed