Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Am Shakhauat Hosen books

follower

এম সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হােসেন। পিতা মরহুম আঃ বারী মােল্লা। মাতা মরহুমা ফাতেমা বেগম। ১৯৪৮ সালের ১০ অক্টোবর মাদারীপুর জেলার রাজৈর থানার মাঝকান্দি কাশিমপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে তিনি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ইউনিভার্সিটি ফেডারেশন অব নেদারল্যান্ডস থেকে পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাস প্রকল্পের (UNDP) টাউন ম্যানেজার হিসেবে কর্মরত। তার লেখা দেশের গান নিয়ে আমার দেশ আমার প্রেম” ও “আমার দেশ আমার স্বর্গ”, বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা সবে চাই" ও আধুনিক গানের উপর “পূর্ণিমা রাত” নামে অডিও এ্যালবাম ইতােমধ্যে বেরিয়েছে। এ্যালবামগুলাে একদিকে মনের খােরাক জোগাচ্ছে আর অন্যদিকে দেশপ্রেম ও জনসচেতনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন গীতিকার। কর্মজীবনে দেশীয়, আন্তর্জাতিক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুবাদে তিনি দেশের ও বিদেশের বহু মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযােগ পেয়েছেন। তাই তিনি মানুষের জীবনের দুঃখ, কষ্ট, বঞ্চনা ও অসঙ্গতি অতি কাছ থেকে সূক্ষ্মভাবে উপলব্ধি করতে পেরেছেন। সেই অভিজ্ঞতার আলােকে তাঁর লেখা “হাজার কষ্ট হলেও" শিরােনামে একটি কাব্যগ্রন্থ ইতােমধ্যে প্রকাশিত হয়েছে। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর-এর তাণ্ডবলীলায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের করুণ কাহিনী নিয়ে লণ্ডভণ্ড' নামে একটি উপন্যাসও প্রকাশিত হয়েছে। শিশু-কিশােরদের চাহিদা বিবেচনায় এনে তিনি লিখেছেন “আলাের ছোঁয়া” নামে ছড়া-কবিতা গ্রন্থ। এই গ্রন্থ পাঠে যেমন পাওয়া যাবে মনের আনন্দ তেমনি আছে জ্ঞানের পরিধি সম্প্রসারণের অফুরন্ত সুযােগ। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য।

এম সাখাওয়াত হোসেন এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed