প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. গার্গী দত্ত
অধ্যাপিকা ড.গার্গী দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের রিডার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিভাগের গেস্ট লেকচারার। এছাড়াও বিভিন্ন ইন্সটিটিউট-এর ফ্যাকাল্টি মেম্বার। “নিজের কাউন্সেলিং নিজে করুন' এবং দাম্পত্যে কাউন্সেলিং' ছাড়াও অন্যান্য পাবলিকেশনের মধ্যে আছে ‘সংগতি বিধানে নির্দেশনা ও পরামর্শ দান’, ‘মডার্ন এডুকেশনাল সাইকোলজি' এবং ‘সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইন্সট্রাকশন'— এগুলি সবই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠ্যপুস্তক। পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়েই। শিক্ষাবিজ্ঞানে প্রথম বিভাগে এম.এ. । বিশেষ পাঠ্য ‘মানসিক স্বাস্থ্য'। গবেষণা করেছেন মনোবিজ্ঞানে Disintegrated Homefronts Causing Behaviour Problems of School Children বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় Post Doctoral কাজ করেন মানসিক প্রতিবন্ধীদের সমস্যা এবং তাদের সামাজিক স্বীকৃতি নিয়ে ৷ ছাত্রাবস্থাতেই পড়িয়েছেন সেন্ট জনস্ ডায়াসেশন স্কুলে। পরবর্তীতে জিউয়িস গার্লস স্কুল, শ্রীশিক্ষায়তন, গোখলে সহ অন্যান্য কলেজে। প্রত্যক্ষ সুযোগ হয়েছে ভারতের অন্যপ্রদেশে গিয়ে গবেষণার কাজ করার। ভারতীয় সায়েন্স কংগ্রেসসহ বহু উল্লেখযোগ্য সেমিনারে বক্তৃতায় অংশ নিয়েছেন। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটির সদস্যা। লিখেছেন মনোবিজ্ঞান বিষয়ক বিখ্যাত জার্নালসহ আনন্দবাজার, দ্য স্টেটসম্যান প্রভৃতি দৈনিকে। আনন্দ পাবলিশার্স-এর আনন্দলোকে হাত বাড়ালেই’ বিভাগটির শুরু লেখিকার হাত দিয়ে। কাউন্সেলার হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।