clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Muhammad Shofi books

follower

মুহম্মদ শফি

মুহম্মদ শফি বাংলা আঞ্চলিকভাষা-কাব্যের পথিকৃৎ কবি ; বিরল স্বপ্ন-পুরুষ; জীবন্ত কিংবদন্তীর নাম মুহম্মদ শফি। তিনি বরেণ্য নাট্যকার । জাতীয় ব্যক্তিত্বদের ওপর নাট্যরচনা তার অন্যতম শ্রেষ্ঠ অবদান । সাহিত্যের প্রায়সকল শাখায় উল্লেখযােগ্য কাজ করেছেন । বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁর রচনার বিশিষ্ট অনুপ্রেরণা। তিনি ঐতিহ্য ও কালসচেতন সাহিত্যিক। কবিতা, নাটক, উপন্যাস, ছােটগল্প, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য, হাইকু, দ্বিপদী, চতুষ্পদী, জীবনী, ইতিহাস, সম্পাদনা ইত্যাদি মিলিয়ে মুহম্মদ শফির প্রকাশিত গ্রন্থ ৬৪টি। তন্মধ্যে কাব্যগ্রন্থ ২২টি ও নাটক ১৭টি। তিনি বেশকিছু পাঠ্যপুস্তকও সম্পাদনা করেছেন। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম মাধ্যমিক স্তরসহ বিশ্ববিদ্যালয়েও তার নাটক পাঠ্যতালিকাভুক্ত করা হয়েছে । এছাড়া ইন্টারনেটের মাধ্যমে কবি ও নাট্যকার মুহম্মদ শফির বহু রচনা প্রচারবিশ্বে ছড়িয়ে আছে। ১৯৬০ সালের ১৫ ফেব্রুয়ারি যশােরের কেশবপুর পৌরসভার ভবানীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মুহম্মদ শফি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আফসার আহমদ সিদ্দিকী। মুহম্মদ শফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.। সাহিত্যের শিক্ষক। ছাত্রজীবনে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন । বিচিত্র পেশা আর অভিজ্ঞতা তার । বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগে কর্মরত। বাংলা আঞ্চলিক ভাষা-কাব্যে বৈশিষ্ট্যপূর্ণ অবদানের জন্যে সারাবিশ্বের বাংলা ভাষাভাষী অঞ্চলে মুহম্মদ শফিই প্রথম পুরস্কৃত কবি । শিক্ষাবিদ, কবি ও নাট্যকার হিসেবে তিনি এ-যাবৎ যেসকল পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তার মধ্যে উল্লেখযােগ্য হলাে : রেডিও বেইজিং অ্যান্ড ট্যুরিজম্ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড (চীন প্রজাতন্ত্র), সমকালীন সাহিত্য পুরস্কার, বঙ্গবন্ধু। স্মৃতিপদক, বাংলাদেশ-জাপান হাইকু পুরস্কার ও জাপান। রাজপরিবারের বিশেষ পুরস্কার, মনােজ বসু স্মৃতিপুরস্কার, ম্যান। অব দ্য ইয়ার, ১৯৯৯ (আমেরিকা), ইউনিভার্সাল অ্যাওয়ার্ড অব অ্যাপ্লিমেন্ট (আমেরিকা), ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), বিংশ শতাব্দী সম্মান স্বর্ণপদক (আমেরিকা), কাজী কাদের নেওয়াজ শিশুসাহিত্য পুরস্কার, মধুসূদন একাডেমি পুরস্কার, দেশজ মেলা পুরস্কার, বিবেকানন্দ সম্মাননা, বাকফো। স্বর্ণপদক, ম্যান অব দ্য ইয়ার বাংলাদেশ, ২০০৮ (আমেরিকা), এশিয়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কবিগুরু রবীন্দ্রনাথ স্বর্ণপদক (ভারত), আন্তর্জাতিক জলঙ্গী কবিতা উৎসব সারস্বত সম্মাননা (ভারত), জীবনানন্দ দাশ সাহিত্যপুরস্কার, রঙধনু সাহিত্য পুরস্কার, সার্ক কালচারাল সম্মাননা (ভারত), একুশে সম্মাননা (শিক্ষা ক্ষেত্রে), সপ্তডিঙা সম্মাননা (যাদপুর। বিশ্ববিদ্যালয়), নজরুল সম্মাননা, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ পদক, বিদ্যাসাগর সম্মাননা, একতারা শিল্পী গােষ্ঠী। সম্মাননা, কবি সংসদ সাহিত্যপুরস্কার প্রভৃতি। এ-ছাড়া পেয়েছেন। কাব্যাচার্য’ ও ‘বঙ্গশ্রী’ উপাধি ।

মুহম্মদ শফি এর বই সমূহ

(Showing 1 to 21 of 21 items)

Recently Viewed