Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Syed Anowar Hossain books

followers

ড. সৈয়দ আনোয়ার হোসেন

ড. সৈয়দ আনােয়ার হােসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আন্তর্জাতিক ইতিহাসের সংখ্যাতিরিক্ত প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইতিহাসে এম.এ. সিনিয়র অনার্স এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ প্রশাসনিক ইতিহাসে, পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক হােসেন ভিজিটিং ও পােস্টডক্টরাল ফেললা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, অ্যামেরিকান ইউনির্ভাসিটি (ওয়াশিংটন, ডি.সি) এবং ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে অবস্থান করেন। ইতালির বেলাজিওতে তিনি ছিলেন রকেফেলার ফাউন্ডেশনের স্কলার-ইনরেসিডেন্স। দেশে ও বিদেশে তাঁর প্রকাশিত বই ৩৪টি প্রবন্ধ ১১৬টি। অধ্যাপক হােসেনের “সুপারপাওয়ারস এ্যান্ড সিকিউরিটি ইন দ্যা ইন্ডিয়ান ওশ্যান ও এ সাউথ এশিয়ান পার্সপেকটিভ” অনন্যসাধারণ গবেষণাকর্ম হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পুরস্কার লাভ করে। গবেষণায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অ্যামেরিকান বায়ােগ্রাফিক্যাল ইনস্টিটিউট তাঁকে ১৯৯৭ ও ২০০১-এ “ম্যান অব দি ইয়ার” সম্মান প্রদান করে। তিনি ২০০৯-এ গবেষণায় একুশে পদক পান; একই বছর আন্তঃধর্মীয় সম্প্রীতিতে অবদানের জন্য পান ড, মহানামব্রত ব্রহ্মচারী স্বর্ণপদক।

ড. সৈয়দ আনোয়ার হোসেন এর বই সমূহ

(Showing 1 to 19 of 19 items)

Recently Viewed