প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবুল বাশার ফিরোজ
আবুল বাশার ফিরােজ ১৯৬৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য-পত্রিকায় রচনা প্রকাশের মধ্য দিয়েই উপস্থিত হন বাংলা সাহিত্য চর্চায়।। বর্তমানে রবীন্দ্রনাথ-এর রচনা ও সময়কালের উপর ভিন্নতর গবেষণায় ব্যস্ত রয়েছেন লেখক।। প্রকাশনার পরিচয় : (১) নােবেল বিজয়ী সাহিত্যিকরা, ঐতিহ্য, ঢাকা, ২০০১; (২) আমাদের কৃষক ও কৃষি, ঐতিহ্য, ঢাকা, ২০০৩; (৩) শরশ্চন্দ্রের সাহিত্য ও গ্রন্থ পরিচয়, ঐতিহ্য, ঢাকা, ২০০৫; (৪) বাংলাদেশে আর্সেনিক সমস্যা ও প্রতিকার ভাবনা, মীরা প্রকাশন, ঢাকা, ২০০৭। সাহিত্য গবেষণার পরিচয় : (১) International Document of Great Liberation War in Bangladesh (1970-1971) Vol. I-III [Planned and Supervised by Abul Basar Firoz]. 010 গ্রন্থ প্রকাশন, ঢাকা, ২০০৪; (২) রবীন্দ্র-রচনাবলী, ১-১৮ খণ্ড [পরিকল্পনা প্রণয়ন, সার্বিক তত্ত্বাবধায়ন ও সূচিখণ্ড প্রণয়ন] ঐতিহ্য, ঢাকা, ২০০৪; (৩) মানিক-রচনাবলি ১-১০ খণ্ড (পরিকল্পনা প্রণয়ন ও সার্বিক তত্ত্বাবধায়ন] ঐতিহ্য, ঢাকা, ২০০৫; (৪)। বিভূতিভূষণ রচনাবলি ১-১০ খণ্ড, পরিকল্পনা প্রণয়ন ও | সার্বিক তত্ত্বাবধায়ন] ঐতিহ্য, ঢাকা, ২০০৫; (৫)। জীবনানন্দ-রচনাবলি ১-৬ খণ্ড (পরিকল্পনা প্রণয়ন ও সার্বিক তত্ত্বাবধায়ন) ঐতিহ্য, ঢাকা, ২০০৫; (৬) শরৎ-রচনাবলি ১-৫ খণ্ড (পরিকল্পনা প্রণয়ন, সার্বিক তত্ত্বাবধায়ন ও গ্রন্থপরিচয় প্রণয়ন], ঐতিহ্য, ঢাকা, ২০০৫; (৭) রবীন্দ্র রচনাবলি ১-৩০ খণ্ড সহযােগী সম্পাদক] ঐতিহ্য, ঢাকা, ২০১৬।