প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ শামসুল কবির
মােহাম্মদ শামসুল কবির এর জন্ম বগুড়ায়। তিনি বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বি.এসসি)। পেশাগত জীবনে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভাট বিভাগে চাকুরীরত। বর্তমানে কাস্টম হাউস, আই সি ডি কমলাপুর । ঢাকায় রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) হিসাবে কর্মরত। লেখালেখি দুই দশক ধরে বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক, লিটল ম্যাগাজিন ও বিভাগীয় ম্যাগাজিনে। জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখে যাচ্ছেন। বিচিত্র ভাবনা, সংস্কৃতি ও সাহিত্য চেতনা ২০০০ সালে, প্রকাশিত তার প্রথম প্রবন্ধ গ্রন্থ চেতনায় বাংলাদেশ ও বিশ্ব ২০০৪ সালে, সম্প্রীতির সংকট ও সমকালীন প্রসঙ্গ, ২০০৬, দু'শাে বছরের নির্বাচিত প্রবন্ধ ২০০৭, প্রগতি ও বিধ্বস্ত মানবতা ২০০৯ এবং স্মরণীয় মানুষ ও বিবিধ প্রবন্ধ ২০১১, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট ২০১৪। উল্লেখ্য দু'শাে বছরের নির্বাচিত প্রবন্ধটি সম্পাদনা করেছেন যা বােদ্ধা পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। পুরস্কার : বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন প্রবন্ধ সাহিত্যে অ্যাওয়ার্ড-২০০৫। বগুড়া লেখক চক্র বাংলা গদ্য সাহিত্য-২০০৬ ও আলাের পথে প্রাবন্ধিক ও লেখক, চট্টগ্রাম-২০১০ সালে পুরস্কৃত হন। শখ : পড়াশােনা, লেখালেখি ও ভ্রমণ। প্রিয় খেলা : ফুটবল। ব্যক্তিগত জীবনে স্ত্রী নাজরিনা কবির গৃহিণী। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।