Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Md. Harun-Or Rashid books

follower

ড. মো. হারুন-অর রশীদ

ডঃ মােঃ হারুন-অর-রশীদ ১৯৫২ খ্রিস্টাব্দে ১লা এপ্রিল সিরাজগঞ্জ জেলার গাড়দহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ খ্রিস্টাব্দে বি.এ. অনার্স এবং ১৯৭৩ খ্রিস্টাব্দে এম.এ. ডিগ্রি লাভ করেন। ড. কাজী আবদুল মনের ও পরিচালনাধীন রচিত। নজরুল সাহিত্যে ধর্ম’ শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৯ ১ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হন। ১৯৭৬ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে। তার কর্মজীবন শুরু হয়; ১৯৮১ সালে তিনি রাজশাহী কলেজে বদলি হয়ে আসেন এবং দীর্ঘ একদশক এই কলেজে কৃতী ও নন্দিত অধ্যাপক হিসেবে অতিবাহিত করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোন এক নন্দিনীর গল্প এবং প্রথম উপন্যাস ‘দ্রোহ। ভদ্রপাড়ায় থাকেন না ঈশ্বর : রবীন্দ্রকাব্যে সাধারণ। মানুষ তার তৃতীয় প্রকাশিত গ্রন্থ। এ ছাড়া তার অন্যান্য প্রকাশিত গ্রন্থ হচ্ছে: নজরুল সাহিত্যে ধর্ম (১৯৯৬), রবীন্দ্রকাব্যে প্রবচন (১৯৯৭), চিরঞ্জীব নজরুল (২০০০), গল্পে গল্পে হৃদয় (২০০২), সমতালে সমান্তরাল (২০০৪), শিল্পিত নজরুল অন্বেষিত অপচয় (২০০৪), রবীন্দ্র সাহিত্যে মানব সম্পর্ক : প্রসঙ্গ গল্প (২০০৪), নেতাজী, কেষ্টা (২০০৭); সাহিত্যের চিত্র বৈচিত্র (২০০৯) ও দেশ নিয়ে ভাবনা যতাে (২০১০)।

ড. মো. হারুন-অর রশীদ এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed