প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সালমা চৌধুরী
জন্ম: ১৯ মে ১৯৩৩, কাজিটুলা, সিলেট, বাবা: মৌলভী হাবিবুর রহমান চৌধুরী অধ্যক্ষ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, মা : হিফজুল নেসা খানম, স্বামী: আবদুল কাদের আল ফারুকী, শিক্ষা: এমএ (১৯৬৮), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পেশা: অধ্যাপনা, ইডেন মহিলা কলেজ, ঢাকা, প্রকাশনা: পণ্ডিতের পাগলামি (কিশাের বিজ্ঞান), তােমার জন্যে (ছড়া) অংশীদার আমি (কাব্য) FLOWERS TO PLUCK (ছড়া) ফাতেমা জোহরা (জীবনী), হিযাব (অনুবাদ) লিংকনের দেশে (ভ্রমণকাহিনী) খন্দকের যুদ্ধ ও অন্যান্য (ইতিহাস)