প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফয়েজ কবির
লেখক পরিচিতি: ফয়েজ কবির যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক। পেশায় চিকিৎসক। ইংরেজী, বাংলা এই দুই ভাষাতে মূলত লিখছেন। নিরীক্ষার অংশ হিসেবে স্পোকেন জাপানীজেও কিছু কিছু কবিতা লিখছেন, যেগুলো হাইকু নয়, তবে আকারে হাইকুর মতো, ছোট ছোট কবিতা। কোনো একসময়ে সেগুলো বই আকারে প্রকাশ করা হবে। বর্তমানে ফয়েজ কবির-এর কথা ও সুরের গানগুলো স্নেহাশীষ মজুমদারের এ্যারেঞ্জমেন্টে কলকাতার রুপঙ্কর বাগচী, রাঘব চ্যাটার্জী, নির্মাল্য রায়, অন্বেষা দত্তগুপ্ত ও শ্রীকান্ত আচার্যের কন্ঠে আরকাইভ করা হচ্ছে। আগামীতে সেগুলো অডিও/ভিডিও মাধ্যমের পাশাপাশি স্বরলিপিসহ বই আকারে প্রকাশ করা হবে।