প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. মনিরুজ্জামান খন্দকার
ড. মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কলা অনুষদের ডিন ড. মনিরুজ্জামান-এর প্রধান পরিচয় তিনি বাংলাদেশের অন্যতম প্রধান ভাষাতাত্ত্বিক। এর বাইরে তার বিশেষ কাজ রয়েছে লােক-সাহিত্যতত্ত্বে এবং সাহিত্যের নানা মূল্যায়নে। তিনি সৃষ্টিশীল লেখক (কবি, গল্পকার ও গীতিকার) হিসাবেও যথেষ্ট যশােধী। ভাষা ও অন্যান্য বিষয়ে বর্তমানে তার মােট গ্রন্থসংখ্যা ত্রিশাের্ধ। শিশুসাহিত্যেও তার আগ্রহ সমান। তার প্রথম ছড়ার বই নিম পাতা তৈ তৈ’ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়। এর দ্বিতীয় সংস্করণ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম থেকে। তার অন্যান্য শিশু প্রকল্প- দোল দোল দোলনী, বর্ণে বর্ণে নজরুল, মনিরুজ্জামানের শিশু-সমগ্র। মনিরুজ্জামানের প্রাথমিক শিক্ষা পশ্চিম বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় অনার্স ও এম. এ; দক্ষিণ ভারতের মহিশূর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বে পিএইচ.ডি. এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের SOAS কেন্দ্রের ফেলাে। তিনি দেশ বিদেশের নানা বিদ্যায়তনিক সংস্থার আজীবন সদস্য। নিজেও বেশ কয়েকটি সামাজিক ও গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তােলেন। তিনি দক্ষিণ ভারতের All India Institute of Speech & Hearing, Mysore-এর Visiting Lecurer ছিলেন কিছুদিন। তিনি ২০১৬ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ আরও নানা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ড. মনিরুজ্জামানের পিতার নাম মৌ. মাে. নাদিরুজ্জামান, মাতা মরহুমা মােসাম্মৎ ফরিদান্নেছা । ১৫ ফেব্রুয়ারি ১৯৪০ সালে তার জন্ম। গ্রামের বাড়ি নরসিংদি জেলার আদিয়াবাদ।