clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A M Abdullah books

follower

এ এম আব্দুল্লাহ

জন্ম ০১ ডিসেম্বর ১৯৭৪ সাল, লোহাগড়া, নড়াইল। পিতা লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুনশী মোয়াজ্জম হোসেন (বিজু), মাতা রত্নগর্ভা মাজেদা খাতুন। তিনি ১৯৯০ সালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি এবং ১৯৯২ সালে লোহাগড়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৩ সালের ০১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯৬ সালের ০১ জানুয়ারি কমিশন লাভ করেন। পরবর্তীতে ২০০১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে নর্দান বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। ২০১১ সালে নৌবাহিনী হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে বেসরকারী নানা প্রতিষ্ঠানে চাকুরী শেষে বর্তমানে ব্যবসায় নিয়োজিত রয়েছেন। একইসাথে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতিতে সক্রিয় আছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাসহ নানারকম সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। তার পিতা মুনশী মোয়াজ্জম হোসেন (বিজু) এর নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন। অর্থনীতির উপর সহজসরল ভাষায় তার লেখা 'বাজেট উন্নয়নের অর্থনীতি' বইটি পাঠকের প্রশংসা কুড়িয়েছে। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় বই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী মেজর ডা. নাছিমা রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে গাইনি ও অবস্ বিভাগে কর্মরত রয়েছেন। একমাত্র কন্যা হুমায়রা আনজুম মালিহা অষ্টম শ্রেণীর ছাত্রী।

এ এম আব্দুল্লাহ এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed