প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাজেদা বানু হেলেন
বাংলাদেশের প্রাচীন রাজধানী; পুন্ড্রবর্ধন শহর বগুড়া আমার জন্ম। তকালীন সমাজ ব্যবস্থায় ‘খান বাহদুর উপাধিপ্রাপ্ত সম্ভ্রান্ত পরিবারের বংশােদ্ভত। ছেলেবেলা হাতেখড়ি হয়েছিল বাংলা বর্ণ নিয়ে, তারপর শব্দের গাঁথুনি দিয়ে খেলাঘর বানানাে। বাবা-মা, ফুফুদের স্নেহে শব্দের বিনুনীতে ফুল সাজিয়ে হেলে-দুলে বেড়াতাম। ১৯৭৯ সালে শিশু বর্ষের সুবাদে রেডিও বাংলাদেশ ঢাকা কলকাকলি অনুষ্ঠানে আমার যে ছড়াটি প্রথম পৃথিবীর আলাে দেখতে ইথারের তরঙ্গে হাসলাে তা এরকম“ওরে প্রচ্ছন্ন শিশুর দল/জেগেছি চারিদিকে শত শিশুরা/আর তােরা ঘুমিয়ে মায়ের কোল/ওঠ-ওঠ আর নয় দেরী/সামনে তরনী করিছে তুরা/যারে ছুটে যা আজিকে সকল (সংক্ষিপ্ত)। এরপর দৈনিক, সাপ্তাহিক পত্রিকা ও কলেজে স্বরচিত কবিতা, রেডিওতে প্রবন্ধ প্রতিযােগিতা প্রথম হওয়া এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। মূলত শিশুদের নিয়েই আমার লেখালেখি। সত্যনিষ্ঠ শিশুমন, সত্যের ছত্রছায়ায় বেড়ে উঠুক, জ্ঞানের আলােয় ওদের দৃষ্টি প্রসারিত হােক এটাই আমার চাওয়া। ছােটদের নিয়ে লেখা গল্পগ্রন্থ- ঝাউপ্যাচাল, বেহেশতি খুশবু (কিশােরগল্প-১মখন্ড), লাল সূর্যবল (কিশােরগল্প)। শিক্ষাক্ষেত্রে আমার বিচরণ। এস.এস.সি, এইচ.এস.সি ও বি.এস.সি রাজশাহী বাের্ড, বাংলায় সার্টিফিকেট কোর্স, এম.এ (বাংলা) জাতীয় বিশ্ববিদ্যালয়। এল.এল.বি ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়।