প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বিধান সাহা
জন্ম ১৯৮৪ সালের ২১ মার্চ বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূয়াপুরে, মামাবাড়িতে। পৈতৃক নিবাস বগুড়া জেলার ধুনটে। চারুকলা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে ঢাকায় থাকেন। প্রকাশিত বই : ‘অব্যক্ত সন্ধির দিকে’ [কবিতা; চৈতন্য, ২০১৫], ‘এসো বটগাছ’ [না-কবিতা; চৈতন্য, ২০১৭], ‘শ্রীদেবী অপেরা’ [কবিতা, তবুও প্রয়াস, কলকাতা, ২০১৯] এবং সম্পাদিত বই ‘শতবর্ষে সত্যজিৎ’ [শ্রী, ডিসেম্বর ২০২১]। কলকাতা থেকে পেয়েছেন ‘আদম সম্মাননা-২০১৭’। সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের ওয়েবম্যাগাজিন ‘শ্রী’ (sree-bd.com)।"